নৌ-পরিবহন অধিদপ্তরের জব সার্কুলার 2022 - Department of Shipping job circular 2022. dos.gov.bd.

নৌ-পরিবহন অধিদপ্তরের জব সার্কুলার  2022 - Department of Shipping job circular 2022. dos.gov.bd.

নৌ-পরিবহন অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি 2022. নৌ-পরিবহন অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২.


আবেদন লিংকসহ পদের নাম ও সংখ্যাঃ

১। সাঁটলিপিকার কাম-কম্পিউটার অপারেটর - ৬ - আবেদন করুন

। সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর- ০১ - আবেদন করুন

৩। অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক- ১০ - আবেদন করুন

৪। ডাটা কন্ট্রোল অপারেটর- ০১ - আবেদন করুন

৫। অফিস সহায়ক- ০৮ - আবেদন করুন


আবেদন শুরুঃ ২৬-০২-২০২২

আবেদন শেষঃ ২৫-০৩-২০২২


বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

নিয়োগ বিজ্ঞপ্তি
অন লাইনের মাধ্যমে আবেদন শুরুর তারিখ ২৬-০২-২০২২খ্রিঃ এবং আবেদনের শেষ তারিখ ২৫-০৩-২০২২খ্রিঃ

নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনস্থ নৌপরিবহন অধিদপ্তরের নিম্নবর্ণিত স্থায়ী শূন্য পদ পূরণের নিমিত্ত বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে অনলাইন ফরম পূরণপূর্বক দরখাস্ত আহবান করা যাচ্ছে।


ক্রঃ নঃপদের নাম ও বেতনস্কেলপদের সংখ্যাবয়সসীমাশিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাযে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন নাআবেদন
১।সাঁটলিপিকার কাম-কম্পিউটার অপারেটর
১১,০০০-২৬,৫৯০/- (গ্রেড-১৩)
০৬টিঅনূর্ধ্ব ৩০ (ত্রিশ) বৎসর তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০(চল্লিশ) বৎসর পর্যন্ত শিথিলযোগ্য।

ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে  অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি;

খ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা; 

গ) সাঁটলিপিতে প্রতি মিনিটে ইংরেজিতে সর্বনিম্ন গতি ৮০ শব্দ ও বাংলায় ৫০ শব্দ  এবং

ঘ) কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দ।

কুমিল্লা, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, লক্ষ্মীপুর, খাগড়াছড়ি, নাটোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝালকাঠি, পটুয়াখালী, পিরোজপুর, বরিশাল, ভোলা, বরগুনা, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর, গোপালগঞ্জ, পঞ্চগড়, গাইবান্ধা, শেরপুর, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোণাআবেদন করুন
২।সাঁটমুদ্রাক্ষরিক- কাম কম্পিউটার অপারেটর
১০,২০০-২৪,৬৮০/- (গ্রেড-১৪)
০১টিঅনূর্ধ্ব ৩০ (ত্রিশ) বৎসর তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০(চল্লিশ) বৎসর পর্যন্ত শিথিলযোগ্য।

ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে  অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি;

খ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা; 

গ) সাঁটলিপিতে প্রতি মিনিটে ইংরেজিতে সর্বনিম্ন গতি ৭০ শব্দ ও বাংলায় ৪৫ শব্দ  এবং

ঘ) কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দ।

কুমিল্লা, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, লক্ষ্মীপুর, খাগড়াছড়ি, নাটোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝালকাঠি, পটুয়াখালী, পিরোজপুর, বরিশাল, ভোলা, বরগুনা, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর, গোপালগঞ্জ, পঞ্চগড়, গাইবান্ধা, শেরপুর, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোণাআবেদন করুন
৩।অফিস সহকারী কাম- কম্পিউটার মুদ্রাক্ষরিক
৯,৩০০-২২,৪৯০/- (গ্রেড-১৬)
১০টিঅনূর্ধ্ব ৩০ (ত্রিশ) বৎসর তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০(চল্লিশ) বৎসর পর্যন্ত শিথিলযোগ্য।

ক) কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যূন  দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ;

খ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা; এবং

গ) কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দ গতি।

কুমিল্লা, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, লক্ষ্মীপুর, খাগড়াছড়ি, নাটোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝালকাঠি, পটুয়াখালী, পিরোজপুর, বরিশাল, ভোলা, বরগুনা, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর, গোপালগঞ্জ, পঞ্চগড়, গাইবান্ধা, শেরপুর, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোণাআবেদন করুন
৪।ডাটা কন্ট্রোল অপারেটর
৯,৩০০-২২,৪৯০/- (গ্রেড-১৬)
০১টিঅনূর্ধ্ব ৩০ (ত্রিশ) বৎসর তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৩০(ত্রিশ) বৎসর পর্যন্ত শিথিলযোগ্য।

ক) কোনো স্বীকৃত বোর্ড হতে  উচ্চ মাধ্যমিক সার্র্টিফিকেট বা  সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং

খ) কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে  Standard Aptitude Test এ উত্তীর্ণ     হতে হবে।

কুমিল্লা, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, লক্ষ্মীপুর, খাগড়াছড়ি, নাটোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝালকাঠি, পটুয়াখালী, পিরোজপুর, বরিশাল, ভোলা, বরগুনা, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর, গোপালগঞ্জ, পঞ্চগড়, গাইবান্ধা, শেরপুর, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোণাআবেদন করুন
৫।অফিস সহায়ক
৮,২৫০-২০,০১০/- (গ্রেড-২০)
০৮টিঅনূর্ধ্ব ৩০ (ত্রিশ) বৎসর তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৩০(ত্রিশ) বৎসর পর্যন্ত শিথিলযোগ্য।

কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কক্সবাজার, সিরাজগঞ্জ, পাবনা, জয়পুরহাট, নওগাঁ, মাগুরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পটুয়াখালী, পিরোজপুর, বরিশাল, ভোলা, বরগুনা, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, মাদারীপুর, গোপালগঞ্জ, ফরিদপুর, দিনাজপুর, রংপুর, কুড়িগ্রামআবেদন করুন

প্রয়োজনীয় শর্তাবলীঃ

১। চাকুরীর জন্য আবেদন ফরম নৌ-পরিবহন অধিদপ্তরের ওয়েবসাইটে (www.dos.gov.bd) ‘অভ্যন্তরীণ ই-সেবাসমূহ’ এর নিচে “নিয়োগ বিজ্ঞপ্তি” লিংকের মাধ্যমে অনলাইন ফরম পূরণ ও দাখিল করতে হবে। আবেদন শুরুর তারিখ ২৬-০২-২০২২ খ্রিঃ এবং শেষ তারিখ ২৫-০৩-২০২২ খ্রিঃ।

২। সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে  ২৬-০২-২০২২ খ্রিঃ তারিখে বয়স সর্বনিম্ন ১৮ বছর এবং ২৫-০৩-২০২২ খ্রিঃ তারিখে বয়স সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে হতে হবে (বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে উক্ত তারিখ অনুসারে বয়সসীমা ৩২ বছর পর্যন্ত)। বয়স গণনার ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

৩। বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যার পুত্র-কন্যাদের ক্ষেত্রে বয়সসীমা ৩০ বছর পর্যন্ত।

৪। সরকারী, আধা-সরকারী ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। মৌখিক পরীক্ষার সময় সংশ্লিষ্ট নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত ছাড়পত্রের মূলকপি জমা দিতে হবে।

৫। আবেদনের সাথে প্রার্থীর সদ্য তোলা রঙ্গিন ছবি সাদা ব্যাকগ্রাউণ্ড (৩০০ x ৩০০ পিক্সেল, ১০০ কিলো বাইট এর মধ্যে) ও প্রার্থীর স্বাক্ষর (৩০০ x ৮০ পিক্সেল, ৬০ কিলো বাইট এর মধ্যে) যুক্ত করতে হবে এবং স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর/পৌরসভার মেয়র/কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব ও ১ম শ্রেনীর গেজেটেড কর্মকর্তা প্রদত্ত চারিত্রিক, বীর মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে বীর মুক্তিযোদ্ধা/বীর মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা/বীর মুক্তিযোদ্ধার পুত্র/কন্যার পুত্র-কন্যা (প্রযোজ্য ক্ষেত্রে)  সনদপত্র স্ক্যান করে সংযুক্ত করতে হবে।

৬। মৌখিক পরীক্ষার সময় অনলাইনে পূরণকৃত আবেদন পত্র, প্রবেশ পত্র (রঙ্গিন প্রিণ্ট), আবেদনে দাখিলকৃত সকল সনদ, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, জাতীয় পরিচয়পত্র, জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণক এবং আবেদনকারী বীর মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা হলে আবেদনকারী যে বীর মুক্তিযোদ্ধার/শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র-কন্যার পুত্র-কন্যা এ মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর/পৌরসভার মেয়র/কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদের মূল কপি প্রদর্শনসহ সত্যায়িত এক সেট ফটোকপি দাখিল করতে হবে। 

৭। প্রার্থী কর্তৃক প্রদত্ত কোন তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা বিজ্ঞপ্তিতে চাওয়া নূন্যতম শর্তের সাথে গরমিল/অসামঞ্জস্য পাওয়া গেলে/ভূয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুল তথ্য/জাল কাগজপত্র প্রদর্শিত হলে প্রার্থীর প্রার্থিতা প্রার্থী নির্বাচন চলাকালীন অথবা পরবর্তীতে যেকোন সময়ে বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।

৮। আবেদনকারীকে তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার তথ্য আবশ্যিকভাবে উল্লেখ করতে হবে।

৯। নির্দেশনা মোতাবেক শর্তাবলী অসম্পূর্ণ বা অপূর্ণ থাকলে আবেদপত্র অনলাইনে গৃহীত না হতে পারে। আবেদন অনলাইনে গৃহীত হলেও তা যথাযথ হয়েছে বলে নিশ্চয়তা প্রদান করে না।

১০। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

১১। কোটা সম্পর্কিত সরকারী প্রচলিত নীতিমালা এবং নিয়োগ সংক্রান্ত অন্যান্য সরকারি বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করা হবে।

১২। পরবর্তী যোগাযোগের জন্য আবেদনকারীর বর্তমান/পত্র যোগাযোগের ঠিকানা, মোবাইল নম্বর আবেদন পত্রে যথাযথভাবে উল্লেখ করতে হবে। পরবর্তী সকল যোগাযোগ (নির্বাচন পরীক্ষার তথ্যাবলী) মোবাইলে ক্ষুদে বার্তার (এসএমএস) মাধ্যমে প্রার্থীকে জানানো হবে। আবেদন পত্রে দেওয়া উক্ত নম্বরটি সার্বক্ষনিক সচল রাখা বাঞ্ছনীয়।

১৩। অনলাইনে আবেদনপত্র যথাযথ ভাবে পূরণ, নির্দেশনা মোতাবেক ছবি ও স্বাক্ষর আপলোড, আবেদন পত্রে প্রদত্ত তথ্যাদি নিশ্চিত করে আবেদন দাখিল করার পর আবেদনকারীর ছবি ও স্বাক্ষর সম্বলিত আবেদনের কপি ডাউনলোড করে সংরক্ষণ করতে হবে এবং উপরে দেওয়া ‘ফি প্রদান’ মেন্যু থেকে প্রয়োজনীয় সকল তথ্য দিয়ে  অনলাইন পেমেন্ট পদ্ধতি (নগদ, বিকাশ, রকেট, বিভিন্ন ব্যাংক কার্ড) এর মাধ্যমে ফি জমা দিতে হবে। এছাড়াও আবেদনকারী চাইলে আবেদন দাখিলের পরবর্তী ৭২(বাহাত্তর) ঘণ্টার মধ্যে  একই মেন্যু হতে প্রয়োজনীয় সকল তথ্য দিয়ে ফি জমা দিতে পারবে।  ১-৪ নং আবেদনকারীদের ১০০/- (একশত) টাকা এর সাথে সার্ভিস চার্জ বাবদ ফি এর ১০% হারে ১১০/- টাকা এবং অফিস সহায়ক পদের আবেদনকারীকে ৫০/- (পঞ্চাশ) টাকা এর সাথে সার্ভিস চার্জ বাবদ ফি এর ১০% হারে ৫৫/- টাকা। উল্লেখ্য যে, অনলাইনে আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে আবেদন সম্পন্ন করলেও ফি জমা না দেয়া পর্যন্ত আবেদন গৃহীত হবে না।

১৪। প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি ক্ষুদে বার্তায় (এসএমএস) জানিয়ে দেওয়া হবে। ক্ষুদে বার্তায় (এসএমএস) প্রদত্ত লিংক থেকে অথবা নৌপরিবহন অধিদপ্তরের ওয়েবসাইটে (www.dos.gov.bd) প্রদত্ত ‘অভ্যন্তরীণ ই-সেবাসমূহ’ এর নিচে ‘নিয়োগ বিজ্ঞপ্তি’ এর আওতায় ‘প্রবেশপত্র’ মেন্যুতে প্রয়োজনীয় সকল তথ্য দিয়ে প্রবেশপত্র ডাউনলোড/প্রিন্ট করে নিতে হবে।

১৫। নিয়োগের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। এ বিষয়ে কোন প্রকার আপত্তি গ্রহণযোগ্য হবে না।

১৬। অনলাইন আবেদনকালে কোন সমস্যা হলে মোবাইল ফোন নং: 01810001190  এ যোগাযোগ করা যেতে  পারে।

নৌ-পরিবহন অধিদপ্তরের জব সার্কুলার  2022 - Department of Shipping job circular 2022. dos.gov.bd.


Most of the Bangladeshi students want to get a renowned govt job. As a result, every job circular is read all over Bangladeshi students and they apply for the valuable govt job post. So that, when every job exam held, then huge number of job candidates are presented against a small number of wanted candidate in the job circular. It is making our boys and girls very disappeared, disappointed. 

We publish every job circular in BD. We suggest how to get prepared yourself as a successful candidate for the post of govt. job. We provide tips and tricks about how to get preperation for exam of job.

নৌ-পরিবহন অধিদপ্তরের জব সার্কুলার  2022 - Department of Shipping job circular 2022. dos.gov.bd. Bangladesh Shipping Department,  Shipping job circular 2022, shipping job circular February, February shipping job circular 2022. dos.gov.bd নৌ-পরিবহন অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি 2022. নৌ-পরিবহন অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২. নৌ-পরিবহন অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি 2022. নৌ-পরিবহন অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২. নৌ-পরিবহন অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি 2022. নৌ-পরিবহন অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২.


গুরুত্বপূর্ণ সার্কুলারঃ

১. ৪০০০ জন ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিবে বাংলাদেশ পুলিশ ডিপার্টমেন্ট -- Last Date: 28-02-2022

২. ২৩৯টি শূন্য পদে বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট এর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ। Bangladesh Agricultural Research Institute (BARI) - Last Date: 01-03-2022

৩. ২৮০টি শূন্য পদে বাংলাদেশ রেলওয়ের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ। Bangladesh Railway Job circular  -- last date: 06-03-2022

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post