বাংলাদেশ বিমান বাহিনী অফিসার ক্যাডেট সার্কুলার।
Bangladesh Air Force Officer Cadet Circular.
বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে যোগ দিন।
বাফা কোর্স -৮৬তম
সম্ভাব্য যোগদান- ৭ই জুলাই ২০২২ইং
‘বাংলাদেশ বিমান বাহিনীতে ৮৬ বাফা কোর্সে অফিসার ক্যাডেট হিসাবে যোগ দেয়ার আবেদনের সময়সীমা ১০ এপ্রিল ২০২২ পর্যন্ত বর্ধিত করা হয়েছে। বিস্তারিতঃ www.joinbangladeshairforce.mil.bd’
পরীক্ষার তারিখঃ
- ১০, ১১, ১২, ১৭, ১৮, ১৯, ২৪, ২৫, ২৬, ৩১ জানুয়ারি ২০২২ইং
- ০১, ০২, ০৭, ০৮, ০৯, ১৪, ১৫, ১৬, ২২, ২৩, ২৮ ফেব্রুয়ারী ২০২২ ইং
★ পরীক্ষা গ্রহণের দিন সকাল ০৮ঃ০০ ঘটিকার মধ্যে প্রার্থীকে অবশ্যই উপস্থিত থাকতে হবে।
পরীক্ষার কেন্দ্র
সকল বিভাগ ও সকল জেলার প্রার্থীর জন্য
★ বাংলাদেশ বিমান বাহিনী তথ্য ও নির্বাচনি কেন্দ্র, পুরাতন বিমানবন্দর, তেজগাঁও, ঢাকা-১২১৫।
বিঃ দ্রঃ কোনো প্রার্থী নির্ধারিত পরীক্ষার দিন উপস্থিত হতে অপারগ হলে উল্লেখিত তারিখের যে কোনো দিন। উপস্থিত হয়ে উক্ত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।তবে পরীক্ষার তারিখ পরিবর্তনের বিষয়টি পূর্বেই সরাসরি বাংলাদেশ বিমান বাহিনী তথ্য ও নির্বাচনি কেন্দ্রে টেলিফোনের মাধ্যমে জানাতে হবে।
শিক্ষাগত যোগ্যতা
কোর্স- জিডি(পি)
- মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় জিপিএ-৪.৫০ এবং পদার্থ ও গনিত -এ ন্যূনতম 'A' গ্রেড।
- অথবা, 'ও' লেভেলে পদার্থ ও গনিতসহ কমপক্ষে ৫টি বিষয়ে ন্যূনতম 'B' গ্রেড এবং 'এ' লেভেলে পদার্থ ও গনিত -এ ন্যূনতম 'B' গ্রেড।
কোর্স- লজিস্টিক/এটিসি/এডিডব্লিউসি/মিটিওরলজিক্যাল
- মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় জিপিএ-৪.৫০ এবং পদার্থ ও গনিত -এ ন্যূনতম 'A' গ্রেড।
- অথবা, 'ও' লেভেলে পদার্থ ও গনিতসহ কমপক্ষে ৫টি বিষয়ে ন্যূনতম 'B' গ্রেড এবং 'এ' লেভেলে পদার্থ ও গনিত -এ ন্যূনতম 'B' গ্রেড।
- লজিস্টিক/এটিসি/এডিডব্লিউসি/মিটিওরলজিক্যাল প্রার্থীদের শাখা ১ (এক) বছর প্রশিক্ষণ শেষে নির্ধারণ করা হবে।
- মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষায় জিপিএ-৪.৫০ এবং গনিত/হিসাব বিজ্ঞানে -এ ন্যূনতম 'A' গ্রেড।
- অথবা, 'ও' লেভেলে গনিত-হিসাববিজ্ঞান সহ কমপক্ষে ৫টি বিষয়ে ন্যূনতম 'B' গ্রেড এবং 'এ' লেভেলে গনিত/হিসাব বিজ্ঞান সহ কমপক্ষে ২টি বিষয়ে 'B' গ্রেড।
- মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষায় যেকোনো শাখায় জিপিএ-৪.৫০।
- অথবা, 'ও' লেভেলে কমপক্ষে ৫টি বিষয়ে ন্যূনতম 'B' গ্রেড এবং 'এ' লেভেলে কমপক্ষে ২টি বিষয়ে 'B' গ্রেড।
নাগরিকত্বঃ বাংলাদেশি পুরুষ/মহিলা নাগরিক।
বৈবাহিক অবস্থাঃ অবিবাহিত
বয়সঃ ১৬ বছর ৬ মাস হতে ২২ বছর (৭ জুলাই ২০২২) পর্যন্ত, বয়সের ক্ষেত্রে কোনো হলফনামা গ্রহণযোগ্য নয়।
পুরুষ প্রার্থীর জন্যঃ
- উচ্চতাঃ কমপক্ষে ৬৪ ইঞ্চি
- বুকের মাপঃ কমপক্ষে ৩২ ইঞ্চি, প্রসারণ ২ ইঞ্চি
মহিলা প্রার্থীর জন্যঃ
- উচ্চতাঃ জিডিপি- কমপক্ষে ৬৪ ইঞ্চি
- অন্যান্যঃ কমপক্ষে ৬২ ইঞ্চি
- বুকের মাপঃ কমপক্ষে ২৮ ইঞ্চি, প্রসারণ ২ ইঞ্চি
ওজনঃ বয়স ও উচ্চতা অনুযায়ী।
চোখঃ জিডি(পি) শাখার প্রার্থীর জন্য দুই চোখের দৃষ্টিশক্তি ৬/৬ এবং Color Perception Standerd-I এবং অন্যান্য শাখার প্রার্থীর জন্য বিধি অনুযায়ী।
যে সকল কারনে প্রার্থী অযোগ্য বলে বিবেচিত হবেন
- সেনা/নৌ/বিমান বাহিনী অথবা অন্য কোনো সরকারি চাকরি হতে বরখাস্ত/অপসারিত/স্বেচ্ছায় পদত্যাগ গ্রহণ।
- আইএসএসবি পরীক্ষায় দুই বার স্ক্রিন্ড আউট অথবা দুইবার প্রত্যাখ্যাত (একবার স্ক্রীন্ড আউট বা একবার প্রত্যাখ্যাত প্রার্থী আবেদন করতে পারবেন)।
- যে কোন ফৌজদারি অপরাধের জন্য আদালত কর্তৃক দন্ডপ্রাপ্ত।
- সিএমভি অথবা আপীল মেডিকেল বোর্ডকর্তৃক প্রত্যাখ্যাত।
- বয়স ১৯ বছর হওয়ার পূর্বে ল্যাসিক(LASIC) করা হলে গ্রহনযোগ্য নয়। ল্যাসিক অপারেশন এর তারিখ হতে চোখ পরীক্ষার তারিখ এর মধ্যে ন্যূনতম ৬ মাস অতিবাহিত হতে হবে।
প্রশিক্ষণ ও কমিশন
- বাংলাদেশ মিলিটারি একাডেমিতে ১০ সপ্তাহসহ বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে ০৩(তিন) বছর মেয়াদি প্রশিক্ষণ শেষে 'ফ্লাইং অফিসার' পদবিতে নিয়মিত কমিশন প্রদান করা হবে।
- কমিশন প্রাপ্তির ০১ বছর সহ মোট ০৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি প্রদান করা হবে।
নির্বাচন পদ্ধতি
- প্রাথমিক লিখিত পরীক্ষাঃ আইকিউ, ইংরেজি, গনিত ও পদার্থ ; শুধুমাত্র এডমিন শাখার প্রার্থীর জন্যঃ আই-কিউ, ইংরেজি ও সাধারণ জ্ঞান।
- প্রাথমিক ডাক্তারি পরীক্ষা।
- প্রাথমিক মৌখিক পরীক্ষা।
- আন্তঃবাহিনী নির্বাচন পর্ষদ (আইএসএসবি)।
- কেন্দ্রীয় চিকিৎসা পর্ষদ (সিএমব) কর্তৃক চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা।
- ক্যাডেট চূড়ান্ত নির্বাচন পর্ষদ (সিএফএসবি)।
অফিসার ক্যাডেট হিসেবে ভর্তি পরবর্তী সুবিধাদি
ক্যারিয়ার
- বিমান বাহিনীতে রয়েছে বৈমানিক হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ।
- এছাড়াও লজিস্টিক অফিসার, এয়ার ট্রাফিক কন্ট্রোলার, এয়ার ডিফেন্স উইপন কন্ট্রোলার, আবহাওয়াবিদ, ফিন্যান্স অফিসার এবং এডমিনিস্ট্রেটিভ অফিসার হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ।
- জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে গমনের সুযোগ।
- নিরাপদ ও মনোরম পরিবেশে মনসম্মত সুসজ্জিত বাসস্থান এবং ভর্তূকি মূল্যে রেশন প্রাপ্তির সুযোগ।
- বিমান বাহিনীর এক ঘাঁটি থেকে অন্য ঘাঁটিতে স্বপরিবারে বিমান বা হেলিকপ্টারে যাতায়াতের সুযোগ।
- শর্ত সাপেক্ষে সুদমুক্ত গাড়ি ঋণ এবং ডিওএইচএস -এ প্লট প্রাপ্তির সুযোগ।
- সামরিক হাসপাতালে নিজ, স্ত্রী ও সন্তানদের উন্নত চিকিৎসা, প্রয়োজনে নগদ অর্থ প্রদানসহ বিদেশে চিকিৎসার সুযোগ।
- পাশাপাশি সামরিক হাসপাতালে পিতা, মাতা, শ্বশুর ও শাশুড়ীর উন্নত চিকিৎসার সুযোগ রয়েছে।
- সকল শিক্ষাগত যোগ্যতার সাময়িক সনদ, প্রশংসা পত্র এবং নম্বরপত্র সমূহের সত্যায়িত ফটোকপি।
- নাগরিকত্ব, চারিত্রিক সনদ, বৈবাহিক অবস্থা এবং স্থায়ী ঠিকানার সনদ জমা দিতে হবে। উক্ত সনদ স্ব-স্ব ইউনিয়ন পরিষদ/মিউনিসিপ্যাল চেয়ারম্যান/ওয়ার্ড কমিশনার অথবা প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তার নিকট হতে আনতে হবে। উক্ত সনদের সাথে সনাক্তকারীর মোবাইল নম্বর সংযুক্ত করতে হবে।
- সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের ১২ কপি সত্যায়িত ছবি (অবশ্যই ল্যাব প্রিন্ট এবং পুরুষ প্রার্থীর ক্ষেত্রে কলারসহ শার্ট পরিহিত ছবি হতে হবে।
- বর্তমান অথবা সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান এর প্রধান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ।
- চাকরিরত প্রার্থী স্ব স্ব কর্মস্থল/প্রতিষ্ঠান হতে প্রার্থীতার অনুমতি পত্র।
- জন্ম নিবন্ধন/জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ফটোকপি।
- জেলা বা বিভাগীয় পর্যায়ে খেলাধুলার কৃতিত্বের সনদ থাকলে এর সত্যায়িত ফটোকপি।
- দাবীকৃত সমমানের শিক্ষাগত যোগ্যতার বিষয়ে সংশ্লিষ্ট ইকুইভ্যালেন্স কমিটি কর্তৃক প্রদত্ত ইকুইভ্যালেন্স সনদ এর সত্যায়িত ফটোকপি।
- সরাসরি এখানে প্রবেশ করে নির্দেশনা অনুযায়ী রেজিষ্ট্রেশন করে রেজিষ্ট্রেশন ফি ১০০০/- টাকা পরিশোধ করা হলে রেজিস্ট্রিকৃত মোবাইল নম্বরে প্রার্থীর ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রেরণ করা হবে। উক্ত ইউজার আইডি এবং পাসওয়ার্ড এর মাধ্যমে লগিন করে অনলাইন আবেদন পূরণ ও প্রিন্ট করতে হবে।
- উক্ত আবেদন পত্র প্রাথমিক লিখিত পরীক্ষার নির্ধারিত তারিখে সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের ১২ কপি সত্যায়িত ছবি (অবশ্যই ল্যাব প্রিন্ট এবং পুরুষ প্রার্থীর ক্ষেত্রে কলারসহ শার্ট পরিহিত ছবি হতে হবে), শিক্ষাগত যোগ্যতার সনদ ও অন্যান্য সনদের সত্যায়িত ফটোকপি সহ বিমান বাহিনী তথ্য ও নির্বাচনি কেন্দ্রে জমা দিতে হবে।
Most of the Bangladeshi students want to get a renowned govt job. As a result, every job circular is read all over Bangladeshi students and they apply for the valuable govt job post. So that, when every job exam held, then huge number of job candidates are presented against a small number of wanted candidate in the job circular. It is making our boys and girls very disappeared, disappointed.
We publish every job circular in BD. We suggest how to get prepared yourself as a successful candidate for the post of govt. job. We provide tips and tricks about how to get preperation for exam of job.
Jobs, bd jobs, bd job circular, bd govt job, government job bd, Saptahik Chakrir Khobor, part time job bd, online job bd, data entry jobs bd, IT job, railway job circular, Bank job circular, today job circular, online data entry job bd, all job circular bd.